ভালুকায় মাদ্রাসা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন
প্রকাশিতঃ ৮:৫৪ অপরাহ্ণ | জুলাই ২০, ২০২০
সারুয়ার হাসান সজীব, ভালুকার খবরঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনীয়া ইউনিয়নের ‘বিরুনীয়া বাজার দারুল উলুম দাখিল মাদ্রাসার’ ৪তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০জুলাই) বিকেল ৫টায় ভিত্তি প্রস্তরের শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ -১১আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু।
পরে আলোচনা সভায় বিরুনীয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু প্রমুখ।
শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর(ইইউ) আওয়তায় ৩ কোটি টাকায় এই ভবন নির্মাণের উদ্বোধন করা হয়েছে।


