ভালুকার নন এমপিও ভুক্ত শিক্ষক ও কর্মচারীদের মাঝে চেক বিতরণ
প্রকাশিতঃ ৯:৪৩ অপরাহ্ণ | জুলাই ২১, ২০২০
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ ভালুকা উপজেলার নন এমপিও ভুক্ত ১শ ৬০জন শিক্ষক কর্মচারীদের মাঝে ৫হাজার টাকা করে মোট ৭লক্ষ টাকার প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে এই উপলক্ষে এক চেক বিতরণ আনুষ্ঠানের আয়োজন করে ভালুকা উপজেলা পরিষদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল, ভাইস চেয়ারম্যান,রফিকুল ইসলাম পিন্টু প্রমুখ।
অনুষ্ঠানে ভালুকা উপজেলার নন এমপিও ভূক্ত শিক্ষক/কর্মচারী,জনপ্রতিনধি,প্রশাসনিক কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।


