ভালুকায় মুক্তিযোদ্ধার কন্যার উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ
প্রকাশিতঃ ১:৪৩ পূর্বাহ্ণ | জুলাই ২৫, ২০২০

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ভালুকায় মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার প্রয়াত মফিজুর রহমানের কন্যা মাহমুদা সুলতানা মুন্নির উদ্যোগে পাঁচশত ফলদ, বনজ, ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাঁশিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর নিজস্ব অর্থায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদরাসা, বাজার, রাস্তার দুপাশে ওইসব গাছের চারা রোপন ও বিতরণ করা হয়।
এসময় স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. কাইয়ূক আহাম্মেদ, সাধারণ সম্পাদক মকবুল মিয়া, আ‘লীগ নেতা আইয়ুব খান, মঞ্জুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
মাহমুদা সুলতানা মুন্নি জানান, ‘মুজিববর্ষের আহবান, তিনটি করে গাছ লাগান’ কর্মসূচির অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমি আমার এলাকায় এ কর্মসূচি পালন করি।’
