শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর জন্মদিন উপলক্ষে ভালুকায় আলোচনা ও শেলাই মেশিন বিতরণ
প্রকাশিতঃ ৩:২৭ অপরাহ্ণ | আগস্ট ০৮, ২০২০
শাখাওয়াত হোসেন সুমন, ভালুকার খবর: ময়মনসিংহের ভালুকা উপজেলায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের উদ্যোগে বঙ্গ মাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গমাতার জীবনী ও বাংলাদেশের স্বাধীনতার জন্য যে তার অসীম অবধান সে সম্পর্কে আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ কামালের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদৌসী পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দিন, পৌর আ.লীগ নেতা ইঞ্জিনিয়ার মাসুদ পারভেজ, ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান মামুন প্রমুখ।
পরে দরিদ্র নারীদের আত্মকর্মসংস্থানের জন্য বঙ্গমাতার জন্ম দিন উপলক্ষে ৬জন নারী উদ্যােক্তাকে ১টি করে সেলাই মেশিন প্রদান করা হয়।


