|

ভালুকা-ত্রিশাল মৈত্রি কলেজে জাতীয় শোক দিবস পালন

প্রকাশিতঃ ৮:৪৮ অপরাহ্ণ | আগস্ট ১৫, ২০২০

আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবরঃ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ভালুকা ত্রিশাল মৈত্রী ডিগ্রী কলেজে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী।

শনিবার সকালে কলেজ হলরুমে বঙ্গবন্ধুর আদর্শ বাঙ্গালী জাতীর জন্য অনেক গুরুত্ব তার সাহসী নেতৃত্বের কারনে আজ বাঙ্গালী স্বাধীন হয়েছে পেয়েছে একটি স্বাধীন রাষ্ট্র। আজকে আমাদের দাবী সরকারের কাছে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে এনে ফাঁশির রায় কার্যকর করা । আলোচনার শেষে তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

আলোচনা সভার সভাপতিত্ব করেন অত্র কলেজের অধ্যক্ষ মোহাম্মদ খায়রুল বাশার , পরিচালনায় ছিলেন প্রভাষক মাহফুজুর রহমান মোতাহার, বক্তব্য রাখেন সহ সহযোগী অধ্যাপক হারিছুল আহম্মেদ মুক্তা, মাহমুদুল করিম সেলিম, সাইফুল ইসলাম, ফয়েজ আহাম্মেদ, শরির চর্চা শিক্ষক কামরুল ইসলাম সহ আরো অনেকে।

আলোচনা শেষে আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন প্রভাষক শফিকুল ইসলাম ।

Print Friendly, PDF & Email