ভালুকায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
প্রকাশিতঃ ৬:০০ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১৫, ২০২০

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় আমানউল্লাহ নামের এক পল্ট্রি ব্যাবসায়ীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হাজির বাজার নামক স্থানে। নিহত আমানউল্লাহ উপজেলার ধীতপুর ইউনিয়নের রাজশাহীপাড়া গ্রামের কদম আলীর ছেলে।
পুলিশ জানায়, পল্ট্রি ব্যবসায়ী আমান উল্লাহ ব্যাবসায়ীক কাজ শেষ করে উপজেলার সিডষ্টোর থেকে বাড়ি ফেরার পথে তাঁর বন্ধুর মোটরসাইকেলের পিছন থেকে পরে যায়। পরে পিছন দিকে থেকে আসা একটি প্রাইভেটকারের চাপায় ঘটনাস্থলেই নিহত হয়।