ধর্ষণের প্রতিবাদে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যেগে ভালুকায় মানববন্ধন
প্রকাশিতঃ ১০:৫৫ অপরাহ্ণ | অক্টোবর ০৬, ২০২০
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ ময়মনসিংহের ভালুকা উপজেলায় ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকাল ৪টার সময় ভালুকা উপজেলা পরিষদের সামনে গফরগাঁও সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওই মানববন্ধন আয়োজন করেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ভালুকা উপজেলা শাখা।
এই সময় বক্তব্য রাখেন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সভাপতি খলিলুর রহমান খান জুয়েল, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সভাপতি নূরে আলম সিদ্দিকী স্বপন, ভালুকা মানব সেবা সামাজিক সংগঠনের সভাপতি ও সার্ক মানবাধিকার ফাউন্ডশনের সাধারন সম্পাদক এবং যুবলীগ নেতা মুর্শিদুজ্জামান আরাফাত, ভালুকা পাইলট ক্লাবের সভাপতি রাইসুল ইসলাম রনি, যুবলীগের সহসভাপতি মো.পলাশ মানিক, হবিরবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান নয়ন, ওলামালীগের সাধারন সম্পাদক মতিউর রহমান, মৎস্যজীবিলীগ নেতা আমিনুল ইসলাম খন্দকার, মুক্তিযোদ্ধা সন্তান লামিয়া খানম, যুবলীগ নেতা রাজু আহম্মেদ প্রমুখ।
ধর্ষণ ও নারী নির্যাতনের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি করেন বক্তারা।


