ভালুকায় ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
প্রকাশিতঃ ৬:৫৭ অপরাহ্ণ | অক্টোবর ০৮, ২০২০
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: সারা দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ময়মনসিংহের ভালুকায় মানববন্ধন করেছে হবিরবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক টিম।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সিডষ্টোর বাজার বাসষ্ট্যান্ড চত্তরে মনববন্ধন কর্মসূচী পালন করে।
এসময় স্বেচ্ছাসেবকদের ভিবিন্ন সংগঠনের সদস্যরা ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী ব্যানার ও প্লেকার্ড প্রদর্শন করে ও নারীর প্রতি সহিংসতা বিরোধী শ্লোগান দেয়।
ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান নয়ন, স্বেচ্ছাসেবী হাবিব জিহাদী, ছাত্রলীগ নেতা শাখাওয়াত মন্ডল, তৌহিদুর রহমার রাসেল, আশিকুর রহমান শাকিল, আল মাসুদ, আশিক খান, হিরা, তানজিনা, রূহামা, নারী নেত্রী নিলুফার আক্তার রিনা, নাকিব সিদ্দিকী, আব্রার নাঈম প্রমূখ।
এসময় শতাধীক নারী, পুরুষ মানববন্ধনে ধর্ষণ বিরোধী শপথ নেন।


