|

ধর্ষকের দ্রুত শাস্তি চেয়ে ভালুকায় শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশিতঃ ৮:৩৫ অপরাহ্ণ | অক্টোবর ১২, ২০২০

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ ময়মনসিংহের ভালুকায় ১২ অক্টোবর সোমবার বেলা ১২টায় উপজেলা পরিষদের সামনে ভালুকা ছাত্র সংঘের ব্যানারে ছাত্ররা এ মানববন্ধন কর্মসূচী পালন করে।

মানববন্ধনে নেতৃত্ব দেয় নতুন ওই সংগঠনটির প্রতিষ্ঠাতা “এজাদুল ইসলাম রূপম”।

এতে অন্যান্যের মাঝে অংশ গ্রহণ করে, ইকবাল হোসেন মেহেদী, মাহমুদুল হাসান মারুফ, তানজিম হাসান মাহির, অরিন রায় কর্মকার তন্ময় হাসান, সানসাবির সরকার জিম সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

দীর্ঘ আধ ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন শেষে তারা গফরগাঁও সড়কে র‌্যালি করে।

Print Friendly, PDF & Email