|

ভালুকায় স্বেচ্ছাসেবী মিলন মেলা

প্রকাশিতঃ ১০:৫১ অপরাহ্ণ | অক্টোবর ৩০, ২০২০

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ বর্নাঢ্য আয়োজনে ভালুকা হেল্পলাইন ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। চেতনা মুক্তি, লক্ষ্যে মানবতা শ্লোগান নিয়ে শুক্রবার বিকালে উপজেলা পরিষদ হল রুমে ওই স্বেচ্ছাসেবী মিলনমেলা, সম্মাননা প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ভালুকা হেল্পলাইনের প্রতিষ্ঠাতা পরিচালক ইমন তালুকদার সাগরের সভাপতিত্বে ও মো. আসাদুজ্জামান সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ আলহাজ¦ কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, ভালুকা সরকারি কলেজের উপাধ্যক্ষ কামরুজ্জামান তুহিন, শের্ফাড গ্রুপের ডিজিএম মোকলেসুর রহমান, ভালুকা প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি সাদিকুর রহমান তালুকদার, হালিমুনেচ্ছা চৌধুরানী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা নীনা, শিক্ষক ও কবি শফিকুল ইসলাম খান প্রমুখ।

Print Friendly, PDF & Email