ভালুকায় সাংবাদিকদের সাথে মেয়ার পদপ্রার্থীর মতবিনিময়
প্রকাশিতঃ ১:১১ পূর্বাহ্ণ | ডিসেম্বর ০১, ২০২০
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ভালুকায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী মেয়ার পদপ্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় ভালুকা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ভালুকা প্রেসক্লাবের সভাপতি এস.এম শাহজাহান সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আক্কাছ আলীর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ভালুকা প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুল হাসান পাঠান কামাল ও মোহাম্মদ মাইন উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক এম.এ মালেক খাঁন উজ্জল ও ফিরুজ খাঁন, সাংবাদিক আতাউর রহমান তরফদার, মোবাশ্যরুল ইসলাম সবুজ, এম এ সবুর, হাদিকুর রহমান হাদিস, আলমগীর হোসেন, খলিলুর রহমান, জহিরুল ইসলাম জুয়েল, এস. এম জামান, প্রমুখ।


