|

ভালুকায় ৭ই মার্চ উপলক্ষ্যে ‘আনন্দ উদযাপন’

প্রকাশিতঃ ৫:২৯ অপরাহ্ণ | মার্চ ০৭, ২০২১

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর:– ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে ভালুকায় ‘আনন্দ উদযাপন’ হয়েছে। রবিবার বিকালে ভালুকা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক বর্ণঢ্য অনুষ্ঠানের আয়োজন করেন ভালুকা মডেল থানা পুলিশ। এসময় আলোচনা সভা, কেক কাটা, বর্ণঢ্য সাস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এর আগে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলাম পিপিএম এর সভাপতিত্বে ও এসআই মোস্তফা রুবেলের সঞ্চালনয়া প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের (ময়মনসিংহ) সাংসদ মনিরা সুলতানা মনি। বিষেশ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জের পুলিশ সুপার হুরুন অর রশিদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ আবুল কালাম আজাদ, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ গোলাম মোস্তফা, পৌর মেয়ন ডা. একেএম মেজবাহ উদ্দিন কাইয়ূম, ভাইস-চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস-চেয়ারম্যান সেলিনা রশিদ প্রমুখ।

আলোচনা সভা শেষে শিল্পীরা গান পরিবশেন করেন।

Print Friendly, PDF & Email