|

ভালুকায় আন্তর্জাতিক নারী দিবন উদযাপন

প্রকাশিতঃ ৫:৪০ অপরাহ্ণ | মার্চ ০৮, ২০২১

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ ‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে সমতার বিশ্ব’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে ভালুকায় আন্তর্জাতিক নারী দিবস উদযান হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সোমবার সকালে উপজলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুনের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদৌসীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস-চেয়ারম্যান সেলিনা রশিদ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট শওকত আলী, হালিমুন্নোছা চৌধুরাণী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা নিনা ও উপজেলা যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদক রহিমা আফরোজ শেফালী প্রমুখ।

আলোচনা সভা শেষে একজন অসুস্থ্য মুক্তিযোদ্ধার স্ত্রীকে অনুদান প্রদান ও মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Print Friendly, PDF & Email