|

ভালুকায় জাকারিয়া ফুড মিলসের উদ্বোধন

প্রকাশিতঃ ৯:২৯ অপরাহ্ণ | মার্চ ১৩, ২০২১

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ ময়মনসিংহের ভালুকায় জাকারিয়া ফুড মিলস নামে একটি মুড়ির মিল উদ্বোধন হয়েছে। শুক্রবার বিকালে পৌরসভার ৫ নং ওয়ার্ডে ওই মিল উদ্বোধন হয়।

উদ্বোধন উপলক্ষ্যে মিল প্রঙ্গনে এক প্রিতি ভোজের আয়োজন করেন মিল কতৃপক্ষ।

মিলের ব্যাবস্থাপনা পরিচালক মো. আজিজুল হাকিম জানান, ‘ভালুকায় আর কোন মুড়ির মিল নেই। আমরা স্বাস্থ্যকর ও নিরাপদ মুড়ি উৎপাদন করে বাজারজাত করতে বদ্ধ পরিকর।’

এসময় ওয়ার্ড কাউন্সিলর পৌরসভার প্যানেল মেয়র তৌহিদুল ইসলাম আপন, ৪নং ওয়ার্ডেও কাউন্সিলর আনছারুল ইসলাম সবুজ, ভালুকা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোকলেসুর রহমান, সাবেক সভাপতি শহর ঢালী, বিশিষ্ট ব্যাবসায়ী হাজী মো. আমান উল্লাহ, উকবাল হোসেন তালুকদার, মাহাবুব আলম স্বপন, জাকারিয়া ফুড মিলসের প্রোপাইটর সালাউদ্দিন সোহাগ, ব্যাবসায়ী খন্দকার জোবায়ের, সাইদুর রহমান সাঈদ, সরোয়ার্দি মন্ডল, মাসুদ পাঠান, শামিম খাঁন, রায়হান খাঁন, শাহাদাত হোসেন মানিক, রিয়াদ আমান প্রমুখ।

Print Friendly, PDF & Email