ভালুকায় যুবতীকে যৌন নিপিরন; থানায় জিডি
প্রকাশিতঃ ১১:৫১ অপরাহ্ণ | মার্চ ১৭, ২০২১
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ভালুকায় এক যুবতীকে যৌন হয়রানীর অভিযোগে স্থানীয় এক লম্পটের বিরুদ্ধে থানায় জিডি (নং:৮৭৯) করেছে ভূক্তভোগী ওই যুবতীর চাচা। ঘটনাটি ঘটেছে উপজেলার রাংচাপড়া গ্রামে।
জিডি সূত্রে জানা যায়, ওই যুবতীকে রাস্তাঘাটে পেলে রাংচাপড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে খুরশেদ আলম (৩৮) নানা রকম কু-প্রস্তাব দিতো। মঙ্গলবার রাতে ওই যুবতীর ব্যাবহৃত মোবাইলে লম্পট যুবক মেসেঞ্জারে নানা রকম খারাপ ভিডিও ও মেসেজ পাঠায়।
ভালুকা মডেল থানায় ওই মাহমুদুল ইসলাম জানান, ‘ এ ঘটনায় সাধারণ ডায়েরী করা হয়েছে। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।’


