ভালুকায় সাংবাদিকদের উদ্যেগে ১শ পরিবারকে ঈদ উপহার
প্রকাশিতঃ ৩:০০ পূর্বাহ্ণ | মে ০৭, ২০২১
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ ভালুকা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের উদ্যেগে প্রতিবন্ধী ,অসহায় ও হতদরিদ্র ১শত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ঈদ উপহারের মাঝে ছিলো চাল, ডাল, চিনি, সয়াবিন তৈল সেমাই, সাবানন।
বৃহস্পতিবার সকালে ভালুকা উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে একুশে টেলিভিশনের ভালুকা প্রতিনিধি ও প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা এস এম জাহাঙ্গীর আলম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভালুকা মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা পরিষদ সদস্য মোস্তফা কামাল প্রমুখ।
এ সময় অতিথিরা হতদরিদ্র পরিবার সদস্যদের হাতে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার তুলে দেন ।
এসময় সেবা হাসপাতালের নির্বাহী পরিচালক লুৎফর রহমান, প্রেসক্লাবের সদস্য সচিব মোমিনুল ইসলাম মোল্লা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ভালুকা পৌর শাখার আহবায়ক সঞ্চয় বিশ্বাস, যুগ্ন আহবায়ক ও স্বেচ্চাসেবী ডেন্টিস সুরাইয়া শিউলী, উপজেলা প্রেসক্লাব সদস্য কাজী জাহাঙ্গীর, আদ্রিয়া রুম্পা, আনিছ মাল, তাপস দেবনাথ, জাকিয়া সুলতানা রানী প্রমুখ উপস্থিত ছিলেন।
একুশে টেলিভিশনের ভালুকা প্রতিনিধি ও প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা এস এম জাহাঙ্গীর আলম বলেন, ‘উপজেলা প্রেসক্লাব প্রতি বছরই এ ধরনের মানবিক কর্মসুচি পালন করে আসছে । এবারও সেই লক্ষে প্রতিবন্ধী ও হতদরিদ্র ১শ অসহায় পরিবার সদস্যদের মাঝে ৭দিনের খাদ্য সহায়তা ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে । ঈদের আগে আরও ১শ পরিবারকে সহায়তা প্রদান করা হবে ।’


