‘ঘাপটি মেরে থাকা স্বাধীনতা বিরোধীদের গলা ধাক্কা দিয়ে বের করে দিতে হবে’- কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু
প্রকাশিতঃ ৫:২৫ অপরাহ্ণ | আগস্ট ১৪, ২০২১
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ‘ ভিবিন্ন সংগঠনে ঘাপটি মেরে থাকা স্বাধীনতা বিরোধী পরিবারের বংশধরদের গলা ধাক্কা দিয়ে বের করে দিতে হবে। খোলস পাল্টিয়ে স্বাধীনতা বিরোধীরা ওইসব সংগঠনে ওঁত পেতে বসে আছে। এরা সুযোগ পেলেই আওয়ামীলীগের কুৎসা রটাতে উঠে পড়ে লাগে। এদের চিহ্নিত না করতে পারলে শেখ হাসিনা ও আওয়ামীলীগ নিরাপদ নয়’ বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ-১১ ভালুকা আসনের সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু।
শনিবার দুপুরে ভালুকা উপজেলা পরিষদ হলরুমে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় দুর্যোগ পরিস্থিতি মোকাবেলা ও ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনের লক্ষ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুনের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকার দলীয় এ সাংসদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এ্যাড. শওকত আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ প্রমুখ।


