ভালুকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাপার পুষ্পস্তবক অর্পণ
প্রকাশিতঃ ৫:৫৪ অপরাহ্ণ | আগস্ট ১৫, ২০২১
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ- বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ভালুকা আঞ্চলিক শাখা কমিটির নেতারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন। রোববার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের পর দোয়া-মোনাজাতে অংশ নেন।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ভালুকা আঞ্চলিক শাখার সদস্য সচিব কামরুল হাসান পাঠান কামালের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণে অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ভালুকা আঞ্চলিক শাখার সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান, খলিলুর রহমান, মাহমুদা আক্তার মুন্নি, দিপা বলির দিপা প্রমুখ।


