ভালুকায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা
প্রকাশিতঃ ৫:৩৪ অপরাহ্ণ | সেপ্টেম্বর ৩০, ২০২১

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ ‘আমরা কন্যাশিশু,- প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো।’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে ময়মনসিংহের ভালুকায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুনের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদৌসীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপকারভোগী কন্যাশিশুসহ মায়েরা উপস্থিত ছিলেন ।