|

রাজনগর প্রেস ক্লাব, আমি ‘নমিত’ আপনাদের প্রতি

প্রকাশিতঃ ৭:৪৯ পূর্বাহ্ণ | অক্টোবর ১৬, ২০২১

নিজামুল হক বিপুলঃ

রাজনগর। মৌলভীবাজার জেলার ইতিহাস,ঐতিহ্যবাহী সমৃদ্ধ এক উপজেলা। হাওর আর চা-বাগান ঘেরা, মনু ও কুশিয়ারা নদী বিধুত এক জনপদ। সবুজে বিস্তৃত এই জনপদেই জন্ম আমার। বেড়ে উঠাও উপজেলা সদর রাজনগর ও জেলা শহর মৌলভীবাজারে। শৈশব, কৈশোর, তারুণ্যের সোনালী দিনগুলো কেটেছে রাজনগর, মৌলভীবাজারের মাটি ও মানুষের। জন্মভূমির মাটি ও মানুষের ভালোবাসায় বেড়ে উঠা এই আমার।

কলেজ জীবনেই রাজনগর থেকে শুরু সাংবাদিকতা। সিলেট থেকে প্রকাশিত আজকের সিলেট ও জাতীয় দৈনিক ভোরের কাগজ এর মাধ্যমেই ১৯৯১-১৯৯২ সালে সাংবাদিকতার খাতায় নাম লেখানো। প্রথমে শখ, তারপর নেশা। বছর কয়েক পর নেশার ঘোর কাটিয়ে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেয়া। এরপর কেটে গেছে প্রায় ২৯ বছর। এখন পুরোদস্তুর সাংবাদিক। জীবন-জীবিকার পুরোটাই এই পেশাকে ঘিরে।
শুরুর দিন থেকেই সাংবাদিকতার মাধ্যমে মানবসেবার ব্রত নিয়েছিলাম। সততার সঙ্গে এতোটা বছর কাজ করে যাচ্ছি।
এই দীর্ঘ সময়ের মধ্যে প্রায় ১১/১২ বছর কাটিয়েছি রাজনগর, মৌলভীবাজারে। রিপোর্টের কাজে চষে বেড়িয়েছি বৃহত্তর সিলেটের গ্রাম থেকে গ্রামে। নানা প্রতিকূলতার মধ্যে নিজের কাজের প্রতি ছিলাম প্রতিশ্রুতিবদ্ধ। অবিচল।

যে ভুমি থেকে সাংবাদিকতা শুরু করেছিলাম সেই রাজনগর আমার কাছে সবার আগে। রাজনগর প্রেস ক্লাবের একজন নগণ্য সদস্য হিসেবে নিজের দায়িত্ব পালন করেছি দৃঢ়তার সঙ্গে। কখন কোন অন্যায়ের কাছে মাথা নত করিনি।
রাজনগর থেকে চলে এসেছি ঢাকায়। ১৭/১৮ বছর হতে চলল রাজধানীতেই থিতু হয়েছি। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ভালো রিপোর্টের কারণে সাম্প্রতিক সময়ে নিজের ক্যারিয়ারে একাধিক অর্জনও যুক্ত হয়েছে। এরমধ্যে একটি হচ্ছে বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক-২০২১। একজন ক্ষুদ্র সংবাদকর্মী হিসেবে এটি আমার জন্য একটা বড় প্রাপ্তি।
আমার এই প্রাপ্তিতে ভীষণভাবে আনন্দিত ও সম্মানিত বোধ করেছে রাজনগর প্রেস ক্লাব। তারা উদযাপন করেছে আমাকে সম্বর্ধনা জানানোর মাধ্যমে।
১৪ অক্টোবর, বৃহস্পতিবার বিকেলে রাজনগর প্রেস ক্লাবের উদ্যোগে রাজনগর উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজন করা হয় সম্বর্ধনার। সেখানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল। বিশেষ অতিথি ছিলেন রাজনগর প্রেস ক্লাবের আজীবন সদস্য ডা. এ,কে, জিল্লুল হক।
এছাড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাসুদ আহমদ, বন্ধুবর সাংবাদিক আব্দুল আজিজসহ রাজনগর প্রেস ক্লাবের সকল সদস্য। প্রেস ক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুর রহমান সুহেল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রায় প্রত্যেক সদস্য বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি আবদুল আজিজ ও দৈনিক মানব কণ্ঠ’র স্টাফ রিপোর্টার সেলিম আহমদ উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সমৃদ্ধ করেন।
আমাকে নিয়ে রাজনগর প্রেস ক্লাবের এমন আয়োজনে
আমি সত্যিই অভিভূত, গর্বিত। আমি রাজনগর প্রেসক্লাবের কাছে কৃতজ্ঞ। ঋণী হয়ে থাকলাম সহযোদ্ধাদের কাছে। আপনাদের এই ভালোবাসা এবং সম্মান কোনদিন শোধিবার নয়। আমার এই পদক অর্জনের পুরো কৃতিত্বই রাজনগর প্রেস ক্লাব এবং রাজনগরের মাটি ও মানুষের। এই অর্জন তাদেরই। আমি তাদের কাছে নমিত।

বি.দ্র. লেখায় অনিচ্ছাকৃত কোন ভুল ত্রুটি হলে সবাই মার্জনা করবেন।

লেখকঃ সিনিয়র সাংবাদিক

(লেখকের ফেসবুক থেকে সংগ্রহকৃত)

Print Friendly, PDF & Email