|

‘কমিউনিটি পুলিশিং ডে সম্মাননায়’ ভূষিত হলেন মোকলেসুর রহমান

প্রকাশিতঃ ৪:৩৭ অপরাহ্ণ | নভেম্বর ০১, ২০২১

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ:- ভালুকায় কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরুপ ‘কমিউনিটি পুলিশিং ডে সম্মাননায়’ ভূষিত হয়েছেন শেফার্ড গ্রুপ লিমিটেডের জেনারেল মেনেজার মোকলেসুর রহমান। ‘শ্রেষ্ট কমিউনিটি পুলিশিং সদস্য’ হিসেবে তাকে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) ওই সম্মাননা প্রদান করেন। শেফার্ড গ্রুপ লিমিটেডের জি.এম মোকলেসুর রহমান ময়মনসিংহ শিল্পাঞ্চল পুলিশ-৫ কমিউনিটি পুলিশিং এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠানে ময়মনসিংহ শিল্প পুলিশ-৫ এর আয়োজনে আনুষ্ঠিানিক ভাবে তাঁকে এ সম্মাননতা প্রদান করা হয়।

এসময় ময়মনসিংহ শিল্প পুলিশ-৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই সম্মাননা গ্রহণ করনে শেফার্ড গ্রুপের জি.এম মোকলেসুর রহমান।

এসময় ময়মনসিংহ শিল্প পুলিশ-৫  ওসি মো. শহিদুল্লাহসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শেফার্ড গ্রুপ লিমিটেডের জি.এম মোকলেসুর রহমান ‘সেরা শিল্প কর্মকর্তা’ হিসেবে একাধিক সংগঠনের পক্ষ থেকে সম্মননায় ভূষিত হয়েছেন।  

Print Friendly, PDF & Email