|

ভালুকায় নাসির খাঁন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রকাশিতঃ ১১:৪১ অপরাহ্ণ | নভেম্বর ০৫, ২০২১

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ ভালুকায় নাসির খাঁন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ধীতপুর খেলার মাঠে ওই খেলা অনুষ্ঠিত হয়।

প্রেজেন্টার আহসান হাবিব বাপ্পি ও ইমরুল কায়েস সরকারের পরিচালনায় খেলাটি উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ। 

খেলায় চান্দরাটি আর্সেল ক্লাব বনাম ডিবজল একাদশের মাধ্যে ২-০ গোলে চান্দরাটি আর্সেল ক্লাব বিজয়ী হয়।
খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও ডিন বিজ্ঞানী ডা. সাত্তার, ধীতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেন জজ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান খাঁন প্রমুখ।

Print Friendly, PDF & Email