|

ভালুকায় ব্রাদার্স ক্লাবের কমিটি গঠন; সভাপতি রাফি চৌধুরী, সম্পাদক জনি চন্দ্র

প্রকাশিতঃ ১২:২০ পূর্বাহ্ণ | নভেম্বর ০৬, ২০২১

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ ভালুকায় ব্রাদার্স ক্লাবের কমিটি নয়া কমিটি গঠিত হয়েছে। নবনির্বাচিত কমিটিতে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন রাফি উল্যাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জনি চন্দ্র।
শুক্রবার দুপুরে ভালুকা নদী বাংলা কমিউনিটি সেন্টারে ব্রাদার্স ক্লাব ভালুকার দ্বিবার্ষিক সম্মেলন ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

দ্বিবার্ষিক সম্মেলনে ব্রাদার্স ক্লাব সভাপতি রাফি উল্যাহ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আকরাম হোসাইন।

বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুহুল আমিন মাসুদ, সাবেক ছাত্রনেতা সাইফ উল্যাহ চৌধুরী, সোনার বাংলা ডিগ্রি কলেজের প্রভাষক আফজাল হোসেন, কবি ও সাহিত্যিক শফিকুল ইসলাম, কায়সার আহমেদ প্রমুখ।

Print Friendly, PDF & Email