|

ভালুকায় দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের অনুদানের চেক প্রদান

প্রকাশিতঃ ২:১৫ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ০২, ২০২২

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ ময়মনসিংহের ভালুকায় সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়াসহ দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ওই চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুনের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার তাহমিনা নাসরিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন স্থানীয় সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম পিন্টু প্রমুখ।

Print Friendly, PDF & Email