|

ভালুকায় পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থকের বাড়ীতে হামলা

প্রকাশিতঃ ৭:১৬ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ০৩, ২০২২

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ ময়মনসিংহের ভালুকায় পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থকের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ড বর্তা (ঢালী ভিটা) এলাকায়।

সরেজমিনে জানা যায়, ৩১ জানুয়ারী অনুষ্ঠিত ইউপি নির্বাচনে মেম্বার পদে প্রতিদন্ধিতা করেন, কবির হোসেন ও নিজাম উদ্দিন নিজু। কবির হুসেনের কাছে নির্বাচনে হেরে যান নিজাম উদ্দিন নিজু। ২ ফেব্রুয়ারী বুধবার সন্ধা ৭টার দিকে নিজাম উদ্দিন নিজুর সমর্থক শুভ মিয়ার বাড়ীতে হামলা করে বিজয়ী মেম্বার কবির হোসেনের সমর্থকরা।

শুভ মিয়ার বাড়ীর লোকজন বলেন, বুধবার সন্ধায় কবির মেম্বারের ২০/২৫ জন লোক এসে আমাদের বাড়ীতে হামলা করে। তখন তারা আমাদের টিভি, ফ্রিজ, পাটা, চেয়ার, টেবিল ভাংচুর করে এবং ঘরের ভিতরে থাকা ২ লাখ টাকা নিয়ে যায়। আমাদের অপরাধ আমরা পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থক ছিলাম। এঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।

পরাজিত প্রার্থী নিজাম উদ্দিন নিজু বলেন, কাওসার, নাজমুল, শাহ আলম, আনু মিয়া, ফারুক মিয়া গংরা শুভ মিয়ার বাড়ীতে হামলা চালিয়েছে। এমন জঘন্য ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। স্থানীয়রা প্রশাসনের সুদৃষ্টি কামনা করে এমন জঘন্য ঘটনায় জরিতদের আইনের আওতায় এনে বিচার করার আহবান জানান। এদিকে শুভ মিয়া নিজে নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে প্রশাসনের দৃষ্টি কামনা করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Print Friendly, PDF & Email