|

ভালুকার জুয়েল পেলেন বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিফ এ্যাওয়ার্ড

প্রকাশিতঃ ৮:০১ অপরাহ্ণ | মার্চ ০৭, ২০২২

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ভালুকা উপজেলার খারুয়ালী গ্রামের মো. কামরুজ্জামান হোসাইন জুয়েল বিদেশে পিএইসডি ডিগ্রী করার জন্য বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিফ এ্যাওয়ার্ড পেয়েছেন।  তিনি খারুয়ালী গ্রামের আসাদুজ্জামান দুলালের ছেলে।

গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়।

পরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের হাত থেকে কামরুজ্জামান হোসাইন জুয়েল ওই সম্মাননা গ্রহন করেন। এ সম্মাননা পাওয়ায় এস এস সি ৯২ ব্যাচের ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের বন্ধুরা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।

Print Friendly, PDF & Email