ভালুকায় আফসার বাহিনী সাংস্কৃতিক গোষ্ঠীর কমিটি গঠন
প্রকাশিতঃ ১২:০১ পূর্বাহ্ণ | এপ্রিল ১৬, ২০২২
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ ভালুকায় আফসার বাহিনী সাংস্কৃতিক গোষ্ঠীর কমিটি পূন:গঠন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল পবিত্র মাহে রমজান উপলক্ষে ভালুকায় আফসার বাহিনী সাংস্কৃতিক গোষ্ঠীর উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। স্থানীয় রাজধানী হোটেলে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড.শওকত আলী।
ইফতার পার্টিতে অংশ নেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও পেশাজীবী সংগঠনের গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
ইফতার পরবর্তি আফসার বাহিনী সাংস্কৃতিক গোষ্ঠীর পূন:গঠিত কমিটি নেতৃবৃন্দের নামের তালিকা ঘোষণা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ নাজমুল রাহি নাজিম।
আফসার বাহিনী সাংস্কৃতিক গোষ্ঠীর পূন:গঠিত কমিটির সহ-সভাপতি সাংবাদিক কামরুজ্জামান মানিক,সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসাইন সেলিম,যুগ্ম-সাধারণ সম্পাদক আল-হেলাল আজম,অর্থ বিষয়ক সম্পাদক এম.এ.ছাত্তার, সাংগঠনিক সম্পাদক এস.এম তুষার, দপ্তর সম্পাদক সাংবাদিক আসাদুজ্জামান জামাল, প্রচার সম্পাদক সোহানুর রহমান সোহেল,ধর্ম বিষয়ক সম্পাদক হাবিব জিহাদী, কার্যকরী সদস্য ওয়ালিউল্লাহ্ মুহাম্মদ খবির উদ্দিন পাঠান ও বীরেন রায়।
এছাড়াও সম্পাদকমন্ডলীতে উপ-কমিটির নেতৃত্বে রয়েছেন প্রবীর ভৌমিক, ঝুমুর বর্মন,রবিউল আলম রুবেল,ইঞ্জিনিয়ার রাজু আহম্মেদ ও মোঃ সোহেল রানা।


