ভালুকায় প্রতিপক্ষের হামলায় আহত ৪
প্রকাশিতঃ ১১:৪৯ অপরাহ্ণ | এপ্রিল ২১, ২০২২
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ ময়মনসিংহের ভালুকায় দুই পরিবারের সংঘর্ষে একই পরিবারের ৪ জনকে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গাছ সংক্রান্ত বিরোধে বুধবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের সোনাখালী চৌরাস্তায় ঘটনাটি ঘটে। উক্ত ঘটনায় ৬ জনকে আসামী করে ভালুকা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগসূত্রে জানা যায়, অভিযোগকারী আঃ ছালামের জমিতে লাগানো একটি কলা গাছ তারই প্রতিবেশী জাহাঙ্গীর কেটে বৈদ্যুতিক লাইনে ফেলে দিলে বসতবাড়ির মিটার উপড়ে পড়ে যায়। গাছ কাটার কারন জিজ্ঞাসা করতে গেলে জাহাঙ্গীর,নেওয়াজ আলী,জমিলা খাতুন,রহিমা খাতুন সহ আরও কয়েকজন দাঁ,শাবল,লোহার রড নিয়ে আক্রমন করে। এসময় ছালামের তিন চাচাতো ভাই মোস্তফা(৩৫), মোফাজ্জল (২৬),মজিবর (৪৬) এবং চাচী মজিদা খাতুন আহত হয়।
আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে মোস্তফা(৩৫) এবং মোফাজ্জল (২৬) কে আশংকাজনক অবস্থায় ভর্তি করা হয় এবং অপর ২ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়।
এ বিষযে সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার ইউসুফ আহমেদ নিলয় বলেন, বিষয়টি নিয়ে দুই পক্ষের সাথেই কথা বলেছি এবং মিমাংসা করে দেওয়ার চেষ্টা করছি।


