|

ভালুকায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত

প্রকাশিতঃ ৪:৫৯ অপরাহ্ণ | এপ্রিল ২৩, ২০২২

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ ময়মনসিংহের ভালুকায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে। শনিবার সকালে এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিশোর-কিশোরীদের নিয়ে পুষ্টি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে আনুষ্ঠিানিক ভাবে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন হয়।

পুষ্টি সপ্তাহ উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসানুল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভালুকা প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান পাঠান কামাল প্রমুখ।

এসময় হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ, মেডিকেল অফিসার, সিনিয়র স্টাফ নার্স, এইচআই, এএইচআই, স্বাস্থ্য সহকারীসহ সকল শ্রেণীর কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email