ভালুকায় আ’লীগ নেতার ঈদ সামগ্রী বিতরণ
প্রকাশিতঃ ৭:৩৮ অপরাহ্ণ | এপ্রিল ২৬, ২০২২
আকাশ আহমেদ, ভালুকার খবরঃ ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হাজী মো. রফিকুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে মঙ্গলবার (২৬ এপ্রিল) হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন।
বিকেল ৪টায় ভালুকা নতুন বাসস্ট্যান্ড এলাকাস্থ ওই নেতার নিজস্ব রাজনৈতিক কার্যালয়ে ওই সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ কালে হাজী মো. রফিকুল ইসলাম বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরীব দুখি মানুষের মুখে হাসি ফুটানোর ক্ষুদ্র প্রয়াসে আমার ব্যক্তিগত অর্থায়নে তাদেরকে কিছু ঈদ সামগ্রী বিতরণ করার উদ্যোগ নিয়েছি। আমি সর্বদা সুবিধাবঞ্চিত হতদরিদ্র মানুষের পাশে থাকতে চাই।
এ সময় পৌর যুবলীগের সভাপতি আলমগীর হোসেন সোহেল, যুবলীগ নেতা নাদিম ফরহাদ রনি, মহসিন শেখ, আরিফুর রহমান অপু, সালাহ উদ্দিন আহমেদ, ফারুক হাসান মন্ডল, আশরাফুল আলম, রাসেল দেওয়ান, আনোয়ার পারভেজ, ফয়সাল আহমেদ, জাকির হাসান অপু, কামাল হোসেন, সাকিবুল হাসান রাজিব, মাহাজাবিন খান জয় ও মেহেদী হাসান সুজন প্রমুখ উপস্থিত ছিলেন।


