|

ভালুকায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

প্রকাশিতঃ ৩:৫০ অপরাহ্ণ | মে ০৭, ২০২২

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ময়মনসিংহের ভালুকায় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিহাব আমিন খানের ছেলে আশিক আমিন খানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর উপজেলা যুবলীগের কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে চেয়ারম্যান মো. শিহাব আমিন খান বলেন, একটি কুচক্রীমহল তাকে সামাজিকভাবে হেয় ও হয়রানি করার জন্য তার ছেলে আশিক আমিন খানকে আসামি করে ভালুকা মডেল থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেছে। তিনি ওই মামলাটি প্রত্যাহারের দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি আনিছুর রহমান খান রিপন, সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল, সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নুরুল ইসলাম, সুরুজ মিয়া, সাইদুল ইসলাম, বাবলু মিয়া প্রমুখ।

Print Friendly, PDF & Email