ভালুকায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মাঝে প্রীতি ফুটবল ম্যাচ
প্রকাশিতঃ ৮:১০ অপরাহ্ণ | জুন ১০, ২০২২
নিজস্ব প্রতিবেদক, ভারুকার খবর: ভালুকা সরকারী কলেজ সুবর্ণ জয়ন্তি উপলক্ষ্যে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মাঝে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ভালুকা সরকারী কলেজ মাঠে ওই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলায় আর্জিন্টিনা সমর্থক দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও টিম ম্যানেজার উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তসলিম খাঁন। ব্রাজিল সমর্থক দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দিন ও টিম ম্যানেজার উপজেলা ছাত্রলীগের সভাপতি ইফতেখার আহাম্মেদ সুজন।
ব্রাজিল এক ও আর্জেন্টিনা এক গোলে খেলা ড্র হয়। রেফারীর দায়িত্বে ছিলেন ভালুকা পৌর যুবলীগের সভাপতি আলমগীর হোসেন সোহেল।
খেলা শেষে উভয় দলের খেলোয়ারদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পুরস্কার বিতরণ করেন স্থানীয় সাংসদ আলহাজ¦ কাজিম উদ্দিন ধনু। এসময় অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হাজী রফিকুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সদস্য বিশিষ্ট দানবীর আলহাজ এম.এ. ওয়াহেদ প্রমুখ।


