ভালুকায় শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে মিলাদ ও দোয়া
প্রকাশিতঃ ১:১৪ পূর্বাহ্ণ | জুন ১২, ২০২২
আনোয়ার হোসেন, ভালুকার খবরঃ
১১ জুন ময়মনসিংহের ভালুকায় পালিত হলো বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস। ১০ মাস ২৫ দিন কারাবন্দী থাকার পর ২০০৮ সালের ১১ জুন সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে তিনি মুক্তি লাভ করেন। এ মুক্তির মধ্য দিয়ে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে আসে। এ দিনটিকে স্বরন করে ভালুকা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ভালুকা মডেল থানা মসজিদের খতিব মাওলানা উমর ফারুক কারামুক্তি দিবস উপলক্ষে শেখ হাসিনার সু স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ও বেগম ফজিলাতুন্নেছা মুজিব সহ যারা শাহাদাত বরন করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব জাকির হোসেন শিবলী, সাধারণ সম্পাদক কে বি এম আসাদুজ্জামান সানা, এস এম গোলাপ, মিজানুর রহমান, রফিকুল ইসলাম রফিক, আলমগীর হোসেন, খুররম, আমিনুল ইসলাম সহ সাধারণ মুসল্লী ও অপরাপর নেতৃবৃন্দ।


