|

বন্যার্তদের পাশে ভালুকার আ‘লীগ নেতা আলহাজ্ব এম. এ. ওয়াহেদ

প্রকাশিতঃ ৪:১০ অপরাহ্ণ | জুন ২২, ২০২২

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: নেত্রকোনা, সুনামগঞ্জ ও সিলেটের বন্যা কবলিত দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ নেতা আলহাজ¦ এম. এ. ওয়াহেদ। চিড়া, মুড়ি, আখের গুড়, খাবার সেলাইন, পানি বিশুদ্ধকরণ টেবলেট ও নগদ টাকাসহ প্রায় ২৫ লক্ষ টাকার ত্রাণ সামগ্রী নিয়ে সাহায্যের হাত বাড়িয়েছেন এই দানবীর।

বুধবার দিন ব্যাপী সিলেট, সুমানগঞ্জ ও নেত্রকোনার বন্যা দূর্গত বিভিন্ন এলাকায় স্থানীয় আওয়ামীলীগ নেতাদের সহযোগীতায় প্রায় ৪৫০০ হাজার পরিবারের মাঝে চিড়া, মুড়ি, আখের গুড়, খাবার সেলাইন, পানি বিশুদ্ধকরণ টেবলেট ও নগদ অর্থ বিতরণ করা হয়।

সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার শিবপুর গ্রামে বুধবার দুপুরে আলহাজ¦ এম. এ. ওয়াহেদ ১৫ শত পরিবারের মাঝে ত্রান সামগ্রী ও নগদ ৫শত টাকা বিতরণ করেন।

এসময় আওয়ামীলীগ নেতা সায়েম খান, ভালুকা উপজেলা ছাত্রলীগের সভাপতি ইফতেখার আহাম্মেদ সুজন, ছাত্রলীগ নেতা হোসাইন মনির, মোহাম্মদ মোহসীন, নাঈম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email