|

ভালুকাকে ‘গৃহহীন ও ভূমিহীন মুক্ত উপজেলা’ ঘোষণা উপলক্ষ্যে প্রেস ব্রিফিং

প্রকাশিতঃ ১:৪৩ অপরাহ্ণ | জুলাই ১৯, ২০২২

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ভালুকা উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা উপলক্ষ্যে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে ওই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন জানান, উপজেলায় প্রয় ১শত একর খাস জমি উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭০ কোটি টাকা। ৩য় পর্যায়ে ৪৫ টি গৃহ নির্মানের মাধ্যমে ভালুকা উপজেলায় মোট ৩২৪ টি ‘ক’ শ্রেনীর ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। সারাদেশের ন্যায় ভালুকাতেও আগামী ২১জুলাই সকালে গণভবন প্রান্ত থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারের নিকট জমিসহ গৃহ হস্তান্তর কর্যক্রম উদ্বোধন করবেন।

প্রেস ব্রিফিং অনুষ্ঠানে ভালুকা প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন, সাংবাদিক মোকলেসুর রহমান মনির, আক্কাছ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email