|

ভালুকায় যুবদল নেতা রাসেলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

প্রকাশিতঃ ৭:৩৭ অপরাহ্ণ | আগস্ট ২২, ২০২২

আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবরঃ ময়মনসিংহের ভালুকায় জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি বিদ্যুৎ লোডশেডিং ও ছাত্র দলনেতা নুর আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আঃ রহিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ভালুকা উপজেলা যুবদলের নেতৃবৃন্দ।

সোমবার ২২ আগষ্ট বিকাল ৩ টায় ভালুকা সরকারি ডিগ্রি কলেজের সামনে থেকে মিছিল টি বের হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিন করে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে মিলিত হয়ে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে শেষ হয়।

ভালুকা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেলের সভাপতিত্বে এস এম সাইদুল ইসলামের সঞালনায় বক্তব্য রাখেন যুবদল নেতা শেখ মাসুদ আহম্মেদ, আরিফুল হাসান রনি কামরুজ্জামান তুহিন, আজহারুল ইসলাম সাগর, আতিক, প্রদীপ তালুকদার, আসাদ মাষ্টার, রাসেল মন্ডল, জুয়েল রানা, আব্দুল কাইয়ুম সহ অপরাপর নেতৃবৃন্দ।

Print Friendly, PDF & Email