|

ভালুকায় প্রতারণা মামলায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক কারাগারে

প্রকাশিতঃ ৪:১৭ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০১, ২০২২

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ময়মনসিংহের ভালুকা উপজেলার মোস্তফা মতিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উবায়েদ উর রহমান ওরফে আফতাব মিয়াকে প্রতারণার মামলায় জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকা সিএমএম আদালতে ৩০ আগস্ট মঙ্গলবার হাজির হয়ে ওই শিক্ষক জামিনের প্রার্থনা করলে বিচারক জামিন না মুঞ্জুর করে এই আদেশ দেন।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, মোস্তফা মতিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. উবায়েদ উর রহমান বিদ্যালয়ের প্যাডে অঙ্গিকার নামার মাধ্যমে অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার শান্তিবাগ গ্রামের আব্দুর রহমানের ছেলে সামিউল ইসলামের কাছ থেকে ১২ লাখ টাকা নেন। এমনকি শিক্ষক আফতাব বিদ্যালয়ের প্যাডে দেয়া অঙ্গিকার নামায় তার জীবিত পিতাকে মৃত উল্লেখ করেছেন এবং কারো বিনা প্ররোচনায় তাতে স্বাক্ষর করেছেন বলেও উল্লেখ করা হয়। পরে, দীর্ঘদিন ঘুরে চাকরী না পেয়ে প্রতারণার শিকার সামিউল ইসলাম দুর্নীতি, প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে মোস্তফা মতিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উবায়েদ উর রহমান ওরফে আফতাব মিয়ার বিরুদ্ধে ঢাকার বিজ্ঞ সিএমএম আদালতে মামলা (নম্বর সিআর ২০৯/২২, ধারা ৪২০/৪০৬/৫০৬ দঃবিঃ) করেন। ওই মামলায় আদালত প্রথমে সমন ও পরে গ্রেফতারী পরোয়ানা জারি করে।

উল্লেখ্য, ভালুকা মডেল থানা পুলিশ ঢাকার সিএমএম আদালতের ওই মামলার গ্রেফতারী পরোয়ানা মূলে উবায়েদ উর রহমানকে গত ১৮ জুন গ্রেফতার করে। কিন্তু, গ্রেফতারী পরোয়ানায় ওই শিক্ষকের জীবিত পিতার স্থলে মৃত লেখা থাকায় স্থানীয় ইউপি চেয়ারম্যন শাহ আলম তরফদারের মধ্যস্থতায় ওই শিক্ষককে ছেড়ে দেয় পুলিশ।

Print Friendly, PDF & Email