|

ভালুকায় সিলিন্ডার গ্যাসের আগুণে বাবা-ছেলে দগ্ধ

প্রকাশিতঃ ৪:৫৩ অপরাহ্ণ | অক্টোবর ০৮, ২০২২

নিজস্ব প্রদিবেদক, ভালুকার খবর: ময়মনসিংহের ভালুকায় সিলিন্ডারের লিকেজ থেকে গ্যাস ছড়িয়ে পড়া ঘরে অগ্নিকান্ডে দগ্ধ হয়ে বাবা ও ছেলে গুরুতর আহত হয়েছেন। শনিবার সকালে পৌরসভার কোর্টভবন এলাকায় জব্বার টাওয়ারের আন্ডারগ্রাউন্ডের একটি রুমে অগ্নিকান্ডের ওই ঘটনা ঘটে।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশনের অফিসার মামুন জানান, সিলিন্ডার নজেলের মুখে লিকেজ হয়ে গ্যাস ছড়িয়ে থাকা রুমে ভাড়াটিয়া আব্দুল মালেক রান্না করার জন্য আগুন ধরানোর চেষ্টাকালে মুহুর্তেই পুরো রুমে আগুন ছড়িয়ে পড়ে। এসময় আব্দুল মালেকের শরীরে আগুন লেগে গেলে তিনি ডাক চিৎকার শুরু করেন। পরে তাকে উদ্ধার তার ছেলে কাজল মিয়া দৌড়ে ঘরের ভিতরে গেলে তিনিও অগ্নিদগ্ধ হন।

তাদের উদ্ধার করে প্রখমে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

Print Friendly, PDF & Email