ভালুকায় আট চিকিৎসককে বিদায় সংবর্ধনা
প্রকাশিতঃ ৫:৪৪ অপরাহ্ণ | অক্টোবর ২৫, ২০২২
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আট চিকিৎসকের বদলী জনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা মিলনায়তনে ওই সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ হাসানুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ কাজিম উদ্দিন আহম্মেদ ধনু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ডা. এ.কে.এম. মেজবাহ উদ্দিন কাইয়ূম।
এসময় অন্যান্নদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. শওকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর হায়াৎ খান নঈম, ভালুকা প্রেসক্লাব সভাপতি কামরুল হাসান পাঠান কামাল প্রমুখ।
বদলী জনিত বিদায় সংবর্ধনায় সংবর্ধিত হয়েছেন, ডা. রোকাইয়া আক্তার, ডা. মো. আশফাকুর রহমান, ডা. মেহেদি হান্নান, ডা. মো. তোফায়েল হোসেন, ডা. তাবাসসুম ইসলাম ইরিতা, ডা. আকলিমা আক্তার, ডা. আবু সাঈদ শরীফ, ডা. আব্দুল্লাহ আল কাফি।


