|

ভালুকায় কৃষকের ৫শত গাছ কর্তের অভিযোগ

প্রকাশিতঃ ৩:২২ অপরাহ্ণ | এপ্রিল ২১, ২০২৩

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ ভালুকায় এক কৃষকের প্রায় ৫শত বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ কর্তনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাচিনা কাচারীঘাটা এলাকায়। এ ঘটনায় ভূক্তভোগী কৃষক রফিকুল ইসলাম বাদী হয়ে ভালুকা মডেল থানা অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই এলাকার কৃষক রফিকুল ইসলামের মা মিলন আক্তার কাচিনা মৌজার ১৬৬২২ ও ১৬১৯৭ নং দাগের ৪৩ শতাংশ জমি ক্রয় করে। পরে ওই জমিতে প্রায় ৫শত বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ রোপন করে কাটা তারের বেড়া দেন। পূর্ব শত্রুতার জেরে একই এলাকার বিল্লাল হোসেনের ছেলে মো. সাইদুল ইসলাম, মো. খলিল, মিজানুর রহমান ও খলিলের ছেলে আশরাফুল ইসলাম এবং মৃত মুনসুর আলীর ছেলে মো. বিল্লাল হোসেন ওই জমি জোড়মূলে বেদখলের পায়তারা করে আসছে। ঘটনার দিন অস্রসহ দলবল নিয়ে ওই জমির প্রায় ৫শত বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ কটে ফেলে। এসময় কাটাতারের বেড়া লুটপাট করে নিয়ে যায় বলে জানান ভূক্তভোগী কৃষক রফিকুল ইসলাম।

কৃষক রফিকুল ইসলাম বলেন, এই জমি নিয়ে আদালতে মোকদ্দমা দায়ের করলে আদালত দীর্ঘ শুনানী শেষ আমাদের পক্ষে রায় প্রদান করেন। পরবর্তীতে বিবাদীরা ওই রায়ের পক্ষে মহামান্য হাই কোর্টে আপিল আবেদন করিলে আদালত উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে কাগজ পত্র পর্যালোচনা করে আমাদের পক্ষে রায় প্রদান করে এবং আমাদের সরেজমিনে দখল বুঝিয়ে দেয়। এরপর থেকে আমরা এই জমিতে শান্তিপূর্ন ভাবে ভোগদখলে আছি। ঘটনার দিন হঠাৎ তারা অস্রসহ দলবল নিয়ে আমার জমির প্রায় ৫শত বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ কটে ফেলে। এসময় তারা কাটাতারের বেড়া লুটপাট করে নিয়ে যায়।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, ‘এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যাবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email