ময়মনসিংহে ‘স্টার কুইজিন’ রেস্টুরেন্ট উদ্বোধন
প্রকাশিতঃ ৪:৫৪ অপরাহ্ণ | এপ্রিল ২১, ২০২৩

স্টাফ রিপোর্টার, ভালুকার খবরঃ ময়মনসিংহ নগরীর সি কে ঘোষ রোডে অত্যাধুনিক মানের ‘স্টার কুইজিন’ নামে রেস্টুরেন্ট উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাত সাড়ে দশটায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু কেক কেটে রেস্টুরেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
লটো শো-রুমের তিনতলায় প্রায় চার হাজার বর্গফুট আয়তনের ১২০ আসনবিশিষ্ট রেস্টুরেন্টটি অত্যাধুনিক সাজে সজ্জিত। বিভিন্ন কর্পোরেট প্রোগ্রাম বা ফ্যামিলি পার্টির জন্য রয়েছে আলাদা হল রুম।
এ রেস্টুরেন্টে সুলভ মূল্যে দেশি খাবারের পাশাপাশি ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ফাস্টফুড ও ডিনারের সুব্যবস্থা রয়েছে।
খাবারে বিশেষ গুরুত্ব পাবে সব ধরনের কাবাব, ইন্ডিয়ান ও চাইনিজ ফুড।
স্টার গ্রুপের মালিকানাধীন এই রেস্টুরেন্টে গ্রাহকদের জন্য সার্বক্ষণিক শীততাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে।
এই রেস্টুরেন্টের উদ্যোক্তা আহমেদ সুরুজ্জামান অর্নব বলেন, ময়মনসিংহের ভোজনরসিক মানুষের এই রেস্টুরেন্টের মাধ্যমে নতুন কিছু স্বাদ উপহার দিতে চাই। আশা করছি ভোক্তারা একবার এসে যাচাই করলে ভালো রিভিউ পাবো।