|

ভালুকায় মে দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

প্রকাশিতঃ ৭:৫৯ অপরাহ্ণ | মে ০১, ২০২৩

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ভালুকায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে স্থানীয় আঞ্চলীক শ্রমীকলীগ কার্যালয় আলোচনা সভা শেষে র‌্যালি অনুুষ্টিত হয়।

‘দুনিয়ার মজদুর এক হও, বাংলার মেহনতি মানুষ এক হও’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে ভালুকা আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল কবীর খানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এডভোকেট শওকত আলী।

আলোচনা সভায় অন্যান্নদের মাঝে আরও বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন পাঠান, উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি লিয়াকত হোসেন, মোস্তফা খান, যুগ্ম-সাধারণ সম্পাদক সোলজার আহম্মেদ সহিদ, মোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান সোহাগ, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি ইমরান সরকার প্রমুখ।

আলোচনা সভায় উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের শ্রমীকলীগের নেতারা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email