|

ভালুকায় কোচিং সেন্টারে অর্থদন্ড

প্রকাশিতঃ ৭:৪৫ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০৭, ২০২৩

নিজস্ব প্রতিবেদক, ভালুকায় খবর: ময়মনসিংহের ভালুকায় দুটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে অর্থদন্ড প্রদান করেছে ভ্রম্মমান আদালত। বৃহস্পতিবার বিকালে পৌরসভার প্রতিশ্রুতি কোচিং সেন্টার ও প্রতিফলন কোচিং সেন্টার নামে দুটি প্রতিষ্ঠানে দশ হাজার টাকা করে মোট বিশ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়।

ভ্রাম্মমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার ওই অর্থদন্ড প্রদান করেন।

ভ্রাম্মমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার বলেন, এইচ.এস.সি. ও সমমান পরীক্ষা চলাকালিন সময়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং সেন্টারে পাঠদান করায় দণ্ডবিধি ১৮৬০ এ ২টি কোচিং সেন্টার কে দশ হাজার টাকা করে মোট বিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোচিং সেন্টারগুলো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে।

Print Friendly, PDF & Email