|

ভালুকায় স্বতন্ত্র প্রার্থীর প্রচার মাইক ভাঙচুরের ঘটনায় থানায় মামলা

প্রকাশিতঃ ১১:১০ অপরাহ্ণ | ডিসেম্বর ২৭, ২০২৩

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ ময়মনসিংহ ১১ শিল্পাঞ্চল ভালুকা আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এম এ ওয়াহেদের (ট্রাক প্রতীক) প্রচার মাইক ভাঙচুর ও কর্মীর উপর হামলার ঘটনায় ভালুকা মডেল থানায় একটি মামলা রজু হয়েছে। স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি এজেন্ট এ.বি.এম আফরোজ খান আরিফ বাদী হয়ে ভালুকা মডেল থানায় ওই মামলা (নং- ২৬ তারিখ- ২৭-১২-২০২৩ ইং) করেন।

মামলা সূত্রে জানা যায়, ২৫ ডিসেম্বর সোমবার দীন মোহাম্মদ (৩৮) নামে এক প্রচারকর্মী সতন্ত্র প্রার্থীর (ট্রাক প্রতিকের) প্রচারনা চালাচ্ছিলো। ঘটনার দিন আনুমানিক ৩ ঘটিকার সময় প্রচারমাইক বহনকারী অটোরিকশা পানিহাদী এলাকায় পৌছার পর পানিহাদী গ্রামের মৃত আহাম্মদ আলীর ছেলে মতিউল ইসলাম নুরু(৫৫) এর হুকুমে একই গ্রামের আশরাফুল হকের ছেলে জাকির হোসেন (২৪) ও আজাদ মৃধার ছেলে আকাশ মৃধা (২৫) অজ্ঞাত নামা ১০/১৫ জনসহ দীন মোহাম্মদের অটোরিকশার গতিরোধ করে এবং দীন মোহাম্মদকে পানিহাদী এলাকায় ট্রাক প্রতিকের প্রচারনা চারাতে নিষেধ করে। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে বিবাদীরা দীন মোহাম্মদকে এলোপাথাড়ি মারপিট করে বাশের লাঠি দিয়ে ট্রাক প্রতিকের প্রচারনায় ব্যবহৃত অটোরিকশা ও প্রচার মাইক ভেঙ্গে ফেলে। পরে ট্রাক প্রতিকের কর্মীরা খবর পেয়ে দীন মোহাম্মদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ জানান, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি কেউ আচরণবিধি লঙ্ঘন করে তাহলে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে। এসব বিষয়ে কাউকেই ছাড় দেওয়া হবেনা। এ ঘটনায় মামলা রুজু হয়েছে। আসামী গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

Print Friendly, PDF & Email