|

ভালুকায় বাস উল্টে খাদে, গুরুতর আহত এক

প্রকাশিতঃ ৩:২২ অপরাহ্ণ | মার্চ ৩১, ২০২৪

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেহেরাবাড়ী এলাকায় উল্টে পথে আসা সিএনজিকে সাইড দিতে গিয়ে আলম এশিয়া বাস খাদে পরে যায়। এতে কয়েকজন আহত হয়। ঘটনাটি ঘটেছে রবিবার (৩১ মার্চ) সকালে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকারগামী আলম এশিয়া বাস উল্টো পথে আসা সিএনজিকে সাইড দিতে গিয়ে খাদে পরে যায় এতে কয়েকজন আহত হয়। এদের মধ্যে বাসের হেল্পার গুরুতর আহত হয়েছে। গাড়ি মধ্যে আটকে থাকা হেল্পারকে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এসময় মহাসড়ক প্রায় একঘন্টা বন্ধ থাকে এতে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায়। গাড়ি মধ্যে আটকে থাকা হেল্পারকে প্রায় আধা ঘণ্টা চেষ্টায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email