|

ভালুকায় খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে র‍্যালী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিতঃ ৩:৫৩ অপরাহ্ণ | আগস্ট ১৫, ২০২৪

আনোয়ার হোসেন তরফদার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে র‍্যালী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৫ আগস্ট (বৃহস্পতিবার) সকালে ভালুকা সরকারি কলেজের সামনে থেকে র‍্যালী নিয়ে বের হয় যুবদল নেতাকর্মীরা। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মাঠে যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেলের নেতৃত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল করে।

এসময় উপজেলা যুবদল সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email