ভালুকায় নিহত শিক্ষার্থী পারভেজের নামে রাস্তা উদ্বোধন
প্রকাশিতঃ ৪:৩৭ অপরাহ্ণ | এপ্রিল ৩০, ২০২৫

হাবিবুর রহমান শান্ত : ময়মনসিংহের ভালুকায় নিহত প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ আহমেদের স্মৃতিকে অম্লান রাখতে তাঁর নামে একটি রাস্তার উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) বিকেলে ভালুকা উপজেলা পরিষদের অর্থায়নে নির্মিত এই রাস্তার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।
বিরুনীয়া ইউনিয়নের কাইচান গ্রামে জালাল উদ্দিনের বাড়ি থেকে পারভেজের বাড়ি পর্যন্ত নির্মিত এই রাস্তা উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও বলেন, “পারভেজের মতো সম্ভাবনাময় তরুণের অকাল মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি। তাঁর স্মরণে নির্মিত এই রাস্তা আমাদের মনে পারভেজকে চিরস্মরণীয় করে রাখবে।” তিনি পারভেজের পরিবারের পাশে দাঁড়াতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মামুন, বিরুনীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছামছুল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন সরকার, জেলা যুবদলের সহ-সম্পাদক কায়সার আহমেদ কাজল, ছাত্রদল নেতা ডন নাজমুল, শাহরিয়ার অনন্তসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
স্থানীয়দের মতে, পারভেজের নামে নির্মিত এ সড়ক তাঁর স্মৃতিকে সংরক্ষণের পাশাপাশি এলাকার দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগও দূর করবে।