ভালুকায় নবগঠিত দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি-সম্পাদককে শুভেচ্ছা জানিয়ে মিছিল
প্রকাশিতঃ ৭:৩২ অপরাহ্ণ | মে ২৩, ২০২৫

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিতে সভাপতি পদে আজিজুল হাকিম আজিজ এবং সাধারণ সম্পাদক পদে রাকিব হোসেন নির্বাচিত হওয়ায় তাঁদের শুভেচ্ছা জানিয়ে ভালুকায় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ মে) দুপুরে ভালুকা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান বাবুর নেতৃত্বে এই শুভেচ্ছা মিছিলটি বের হয়। মিছিলটি ভালুকা সিটি গার্ডেন থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ড চত্বর প্রদক্ষিণ করে ভালুকা সরকারি কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম লিমন, ৩ নম্বর ভরাডোবা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হাসান।
এছাড়া মিছিলে অংশগ্রহণ করেন উপজেলা ছাত্রদল নেতা নিফাত হাসান নাঈম, ভরাডোবা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল, সহ-সভাপতি শুভ মন্ডল, মেদুয়ারী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান ও রনি মিয়া।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হবিরবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তাজবিদ প্রধান রাকিব, ভালুকা সরকারি কলেজ ছাত্রদলের মানবিক শাখার সহ-সভাপতি রাজিব, সোনার বাংলা ডিগ্রি কলেজ ছাত্রদলের মানবিক শাখার সভাপতি ইবরাহিম, বিএম কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিফাত মিয়া, ৬ নম্বর ভালুকা ইউনিয়ন ছাত্রদল নেতা কাওসার, মল্লিকবাড়ি ইউনিয়ন ছাত্রদল নেতা আলামিন ও শফিকুল, হবিরবাড়ী ইউনিয়ন ছাত্রদল নেতা রেদোয়ান তালুকদার শামীম এবং ভরাডোবা ইউনিয়ন ছাত্রদল নেতা সাকিব, সালমান ও উথুরা ইউনিয়ন ছাত্রদল নেতা শরিফ।