|

ভালুকায় শুরু ৩ দিন ব্যাপী জাতীয় ফল মেলা

প্রকাশিতঃ ৭:১৮ অপরাহ্ণ | জুন ১৯, ২০২৫

হাবিবুর রহমান শান্ত :
ময়মনসিংহের ভালুকায় শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।

“দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা কৃষি অফিসের আয়োজনে মেলাটি চলবে শনিবার (২১ জুন) পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে মেলা প্রাঙ্গণ।

মেলায় ভালুকা পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬০ জন কৃষকের অংশগ্রহণে প্রায় ৩০ প্রজাতির দেশি ফল প্রদর্শিত হচ্ছে। উপস্থিত দর্শনার্থীরা সরাসরি চাষি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছ থেকে রাসায়নিকমুক্ত তাজা ফল কিনতে পারছেন।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত জামান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আরিফুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা শামছুন নাহার ভূঁঞাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এই আয়োজনে দর্শনার্থীরা ফল চাষ সম্পর্কিত নতুন প্রযুক্তি, উদ্ভাবন এবং চাষাবাদের ধারণা সম্পর্কেও জানতে পারছেন। আয়োজকরা আশা করছেন, এ ধরনের উদ্যোগ দেশের ফল উৎপাদন ও নিরাপদ খাদ্য প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Print Friendly, PDF & Email