ভালুকায় লিফলেট বিতরণ করলেন এ্যাড: আনোয়ার আজিজ টুটুল
প্রকাশিতঃ ১১:৫৭ অপরাহ্ণ | জুন ২৮, ২০২৫

স্টাফ রিপোর্টার
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা কর্মসূচি সম্পর্কে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ভালুকায়।
শনিবার, ২৮ জুন, বিকেলে, ময়মনসিংহ জেলা পিপি ও বিএনপির সাবেক আহ্বায়ক এ্যাড: আনোয়ার আজিজ টুটুলের নেতৃত্বে নন্দী বাড়ি বাজার ও ভাওয়ালিয়া বাজারে এই লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ভালুকা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল বাশার মন্ডল, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য সানাউল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোকছেদুল ইসলাম ইকবাল, যুবদল নেতা ফকির মামুন, জেমস তারেক, পৌর যুবদল নেতা রাকিব শেখ, স্বেচ্ছাসেবক দল নেতা ফরহাদ, সোহাগ, শাজাহান, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশিকুজ্জামান আশিক, ছাত্রনেতা আরিফুজ্জামান পারভেজ, স্বেচ্ছাসেবক দল নেতা জান্নাতুল ইসলাম, আলামিন, সাদি, চঞ্চল সরকারসহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতারা।
এ লিফলেট বিতরণ কর্মসূচির মাধ্যমে বিএনপি জনগণের কাছে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা দাবি তুলে ধরার চেষ্টা করছে।